জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক প্রশ্ন তৈরির সহজ নিয়ম

জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এই ৩টি ভেরিয়েশানের প্রশ্ন তৈরি নিয়ে অনেকেই কনফিউসড। সহজ ভাবে বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন এটা কোনো ব্যাপার ই না। 

টেকনিকঃ-

কে?

কেন?

কিভাবে?

এই তিনটি কথা খেয়াল রাখবেন আপনার কাজ শেষ। যেকোনো টপিক থেকে আপনি এই ৩ ধরণের প্রশ্ন তৈরি করতে পারবেন।

ইংরেজি নিয়েই যেহেতু অনেকের ভয় তাই উপরের টেকনিক টা আমি প্রয়োগ করে দেখাচ্ছি-

ধরুন, 

ইংরেজিতে সালাদ নিয়ে একটি টপিক থেকে আপনি Knowledge, Understanding, Application অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এই তিন শ্রেণীর প্রশ্ন তৈরি করবেন তাহলে প্রশ্নগুলো যেমন দাঁড়াবে-

a) What are needed to make salad? (Knowledge) 

b) Why is it necessary to mix all of them? (Understanding) 

c) How can you make salad at home? (Application)

আশাকরি বিষয়টি পরিষ্কার ভাবে বোঝাতে পেরেছি।

Regards,

Informbd

+8801552505408

Post a Comment

Previous Post Next Post